Skip to main content
যা তোমরা জান না।

যা তোমরা জান না।

وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
And He created horses and mules and asses for you to ride, and also for your adornment. And He creates many things (for you) that you do not even know about. Quran 16:8
তোমাদের আরোহণের জন্যে এবং শোভার জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জান না।

তালাকপ্রাপ্তা নারীদের খরচ।

তালাকপ্রাপ্তা নারীদের খরচ।

وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُتَّقِينَ
For divorced women Maintenance (should be provided) on a reasonable (scale). This is a duty on the righteous. Surah Baqarah Ayat 241
আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেয়া পরহেযগারদের উপর কর্তব্য।

মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।

মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
From the (earth) did We create you, and into it shall We return you, and from it shall We bring you out once again. Surah Taha Ayat 55
এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব।

অণু পরিমাণ সৎকর্ম।

অণু পরিমাণ সৎকর্ম।

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُوَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
Then shall anyone who has done an atom’s weight of good, see it! And anyone who has done an atom’s weight of evil, shall see it.
Surah Zilzal Ayat 7-8

পৃথিবীকে করেছেন বিছানা।

পৃথিবীকে করেছেন বিছানা।

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
He is the One˺ Who has laid out the earth for you, and set in it pathways for you so that you may find your way. Surah Zukhruf Ayat 10

তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।

তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।

And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you – when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided. Surah Ali ‘Imran Ayat 103

বন্ধুবর্গ সেদিন শত্রু হবে।

বন্ধুবর্গ সেদিন শত্রু হবে।

الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ
Close friends that day will be enemies to each other except for the righteous. Surah Zukhruf Ayat 67

তাদের উদাহরণ মাকড়সা!

তাদের উদাহরণ মাকড়সা!

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ كَمَثَلِ ٱلۡعَنكَبُوتِ ٱتَّخَذَتۡ بَيۡتٗاۖ وَإِنَّ أَوۡهَنَ ٱلۡبُيُوتِ لَبَيۡتُ ٱلۡعَنكَبُوتِۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
The example of those who have adopted patrons other than Allah is like the spider that has made a house, while indeed the weakest of houses is the house of the spider. If only they know.
Surah Ankabut Ayat 41

তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন।

তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন।

وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
He has placed into the earth firm mountains, so it does not shake with you, as well as rivers, and pathways so you may find your way.
Surah An-Nahl Ayat 15

হে আমাদের পালনকর্তা!

হে আমাদের পালনকর্তা!

Our Lord! do not punish us if we forget or make a mistake; Our Lord! do not lay on us a burden as Thou didst lay on those before us, Our Lord do not impose upon us that which we have not the strength to bear; and pardon us and grant us protection and have mercy on us, Thou art our Patron, so help us against the unbelieving people. Surah Baqarah Ayat 286